Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিএনপি নেতাকর্মীরা জড়ো হচ্ছেন গাবতলীতে

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১৮, ২০২৩, ১০:৩২ এএম


বিএনপি নেতাকর্মীরা জড়ো হচ্ছেন গাবতলীতে

সরকার পতনের এক দফা ঘোষণার পর প্রথম কর্মসূচি হিসেবে পদযাত্রা করছে বিএনপি। এ লক্ষ্যে ব্যানার, ফেস্টুন নিয়ে গাবতলীতে জড়ো হয়েছেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় গাবতলী থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত এই পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।

সরেজমিনে দেখা যায়, গাবতলী বাসস্ট্যান্ডে বিএনপির শতশত নেতাকর্মী উপস্থিত হয়েছেন। তাদের হাতে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা গেছে। দলটির নেতারা সরকারবিরোধী নানান স্লোগান দিচ্ছেন।

এদিন বিএনপির পদযাত্রা কর্মসূচিতে গাবতলী থেকে মগবাজার অংশে নেতৃত্ব দেবেন দলটির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। আর মগবাজার থেকে বাকি সাড়ে ৫ কিলোমিটার পথে অংশ নেবে দক্ষিণের নেতাকর্মীরা।

এর আগে, গত ১২ জুলাই নয়াপল্টনে সমাবেশ করে সরকার পতনের এক দফা আন্দোলনের চূড়ান্ত ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি আদায়ের প্রথম ধাপ হিসেবে সেদিনই পদযাত্রা কর্মসূচির ঘোষণা করা হয়।

তারই অংশ হিসেবে মঙ্গলবার পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। বুধবার (১৯ জুলাই) আব্দুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত একই কর্মসূচি পালন করবে দলটি।

এইচআর

Link copied!