Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫,

রাজধানীতে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে জামায়াতের আবেদন

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২৫, ২০২৩, ০১:১৭ পিএম


রাজধানীতে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে জামায়াতের আবেদন

আগামী ১ আগস্ট (মঙ্গলবার) রাজধানীতে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ওইদিন দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা চেয়ে ডিএমপির কাছে ই-মেইলে আবেদন করে সংগঠনটি।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার ও সম্পাদক মো. আতাউর রহমান সরকার জানান, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি ড. মোবারক হোসাইন স্বাক্ষরিত আবেদন পত্রটি আজ (২৫ জুলাই) সকাল ১০টা ২৫ মিনিটে ডিএমপি কমিশনার বরাবর ই-মেইলে পাঠানো হয়।

আবেদনে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী ১ আগস্ট দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ সম্পন্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

এইচআর

Link copied!