Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বিক্ষোভে এসে আমান অসুস্থ

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২, ২০২৩, ০৫:২৬ পিএম


বিক্ষোভে এসে আমান অসুস্থ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে বিএনপির বিক্ষোভে এসে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

বুধবার (২ আগস্ট) বিকেল চারটায় রায়ের প্রতিবাদে নয়া পল্টন থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নাইটেঙ্গেল, ফকিরাপুল মোড ঘুরে এসে বিকেল চারটা ৫০ মিনিটে দলীয় কার্যালয়ের সামনে আসলে আমান উল্লাহ আমান অসুস্থ হয়ে পড়ে যান।

এক পর্যায়ে দলীয় নেতাকর্মীরা তাকে কোলে নিয়ে একটি প্রাইভেটকার করে হাসপাতালে নিয়ে যান।

ঘটনাস্থলে থাকা যুবদল নেতা গিয়াস উদ্দিন মামুন বলেন, তীব্র গরমে তিনি একটু অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

এআরএস

Link copied!