Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

বিকালে খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৯, ২০২৩, ১২:৫৬ পিএম


বিকালে খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে

মেডিকেল বোর্ডের পরামর্শে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আবারো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে। তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শে ম্যাডামকে বিকাল ৫টায় হাসপাতালে নেয়া হবে। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এর আগে গত ১৩ জুন তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

দীর্ঘদিন যাবত আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন ৭৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

এইচআর

Link copied!