কেরানীগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৩, ০৮:০৯ পিএম
কেরানীগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৩, ০৮:০৯ পিএম
ইসলামি আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইবাদতের উদ্দ্যেশ্যে, দুনিয়াতে শান্তি ও আখেরাতে মুক্তির জন্য রাজনীতি করে। বর্তমান সরকার দলীয় সরকারের অধীনে নির্বাচন করার পরিকল্পনার মাধ্যমে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দেশ বাঁচাতে হলে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বাংলাদেশের গুম খুন হত্যার রাজনীতি বন্ধ করার জন্য, দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, দুনিয়াতে শান্তি ও আখেরাতে মুক্তির জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে দাবি আদায়ের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য সবাইকে কাজ করার আহবান জানান তিনি।
বুধবার (১৬ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের আটিবাজারে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন কমিশন বাতিল,সংখ্যানুপাতিক নির্বাচন প্রদ্ধতি প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের দাবীতে আয়োজিত সমামাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সময় রাজনৈতিক দলগুলোর শক্তি দেখানোর সময়, ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাঠে থেকে শক্তির মহড়া করে দাবি আদায় করতে হবে, দাবি আদায় না করা পর্যন্ত মহড়া বন্ধ করা যাবে না। বক্তারা আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, উন্নয়নের নামে লুটপাট করেছে, আগামী নির্বাচনে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না, দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া যাবে না, জাতীয় সরকার গঠন করে সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য সরকারকে বাধ্য করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা জেলা দক্ষিণে সভাপতি হাফেজ মোহাম্মদ জয়নুল আবেদীন সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন প্রমুখ।
এআরএস