Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের দপ্তর সম্পাদককে অব্যাহতি

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০৩:১৯ পিএম


ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের দপ্তর সম্পাদককে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিনকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সঙ্গে মহানগর ও সহযোগী সংগঠনের নেতাদের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

তিনি বলেন, যে ব্যক্তি সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজ করবে তাকেই বহিষ্কার করা হয়। রিয়াজকেও বহিষ্কার করা হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, রিয়াজ উদ্দিনকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানাতে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে।

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ছিলেন রিয়াজ উদ্দিন। তাঁর বিরুদ্ধে যৌন হয়রানিসহ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এ পদ থেকে পদত্যাগ করেন।

আরএস

 

 

 

Link copied!