Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

১৪/১৮ মার্কা নির্বাচন এদেশের জনগন মানবেনা: যুবদল সভাপতি

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০৮:০৯ পিএম


১৪/১৮ মার্কা নির্বাচন এদেশের জনগন মানবেনা: যুবদল সভাপতি

ক্ষমতসীন সরকারকে উদ্দেশ্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, এই সরকার আবারো দেশে ১৪ সাল এবং ১৮ সালের নির্বাচনের মত নিশীরাতে ভোট ডাকাতি করতে চায়। তিনি বলেন, ১৪/১৮ মার্কা নির্বাচন এদেশের জনগন মানবেনা।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঝিনাইদহে অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে ঝিনাইদহ-মাগুরা-যশোর-খুলনা রোড মার্চ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ‘এই সরকার ভোট চুরি করতে চায়। ১৪ সালে নির্বাচন হয়েছে ভোটকেন্দ্রে কুত্তা বসে ছিল। এজন্য সবাই বলে ১৪ সালে নির্বাচন হয়েছে কুত্তামার্কা নির্বাচন হয়েছে। ১৮ সালে যে নির্বাচন নিশীরাতে ভোট চুরি করেছে, সেইজন্য নিশীরাতের অবৈধ সরকার বলা হয় । এইবার নির্বাচনে ভোট ডাকাতি করতে চায়, সেইজন্য দেশে-বিদেশে তদবির করে বেরাচ্ছে। আমাদের সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ হয়ে এই ভোটডাকাত সরকাকে প্রতিরোধ করতে হবে।’

তিনি বলেন, ‘এই সরকার আমাদের ভোটের অধিকার হরন করেছে। এইবার নির্বাচনে ভোট ডাকাতি করতে চায়, এ সরকার কাউকে ভোট দিতে দেয় না। সেজন্য আন্দোলনের মধ্যদিয়ে এ সরকারকে পরাজিত করতে হবে। একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ব্যাবস্থা করতে হবে।’

যুবদল সভাপতি আরও বলেন, ‘ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করতে একদফার আন্দোলন চলছে। তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।’

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড এম এ মজিদের সভাপতিত্বে ও ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মেহদী আহম্মেদ রুমী, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা) অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দীন, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড আসাদুজ্জামান ও সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, সহ-সাধারন সম্পাদক  এম কামরুজ্জামান, তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম,সহ-প্রচার সম্পাদক আশরাফুল আলম ফকির লিংকন, সহ গ্রাম সরকার সম্পাদক মহিউদ্দীন রাজু, সহ-শতাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

আরএস
 

Link copied!