Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহিলা দলের সমাবেশ

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২৯, ২০২৩, ০৫:২৯ পিএম


খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহিলা দলের সমাবেশ

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশকে কেন্দ্র করে এদিন দুপুরের আগে থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মহিলা দলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে নয়পাল্টনে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। এসময় তারা সরকারবিরোধী নানান স্লোগান দেন এবং খালেদা জিয়ার মুক্তিসহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় এবং সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমানসহ আরও অনেকে উপস্থিত রয়েছেন।

সমাবেশ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি জানানো হয়। সমাবেশকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

আরএস

Link copied!