Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিএনপি নেতা এ্যানি গ্রেপ্তার

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১১, ২০২৩, ০১:৫৬ পিএম


বিএনপি নেতা এ্যানি গ্রেপ্তার

বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিকে রাত ৩টার দিকে ধানমন্ডির বাসা থেকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দলের সদস্যরা।

বুধবার (১১ অক্টোবর) সকালে দলের মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন বলেন, মঙ্গলবার রাত ৩টার দিকে দলের প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ধানমন্ডির বাসা থেকে পুলিশ থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) মো. রাসেল গণমাধ্যমকে জানান, বিএনপি নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার করা হয়েছে। উনার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। তাকে আদালতে হাজির করা হবে।

শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সব মামলায় জামিনে থাকার পরও এ্যানিকে গ্রেপ্তার করা হয়েছে। গভীর রাতে তাকে ডাকাতের মতো পুলিশ তুলে নিয়ে গেছে। এসব করে সরকার জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চায়। এভাবে গভীর রাতে কোনো নাগরিককে পুলিশ তুলে নিতে পারে না। এটা সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক কর্মকাণ্ড। আমি এর নিন্দা জানাই। অবিলম্বে এ্যানির মুক্তি দাবি করছি।

আরএস

Link copied!