Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

‘উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই’

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

অক্টোবর ১৩, ২০২৩, ০৭:৪২ পিএম


‘উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই’

মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শম রেজাউল করিম বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, করোনাকালীন দুটি বছর দেশের উন্নয়ন কাজে বিঘ্ন সৃষ্টি হয়েছিল; তা কাটিয়ে উঠার জন্য সময়ের প্রয়োজন। সরকারের ধারাবাহিকতা না থাকলে উন্নয়ন ব্যধাগ্রস্ত হবে। যা বিগত দিনে হয়েছিল। বিএনপি জোট সরকার সাধারণ মানুষের জন্য আওয়ামী লীগের সরকারের প্রতিষ্ঠিত করা কমিউনিটি ক্লিনিক তারা বন্ধ করে দিয়েছিল।

শুক্রবার (১৩ অক্টোবর) নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের চামী একতার হাটে এক উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মহিউদ্দিন আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মহব্বত আলী প্রমুখ।

পরে মন্ত্রী বলদিয়া ইউনিয়ন পরিষদ অফিস-কাটাখালী হাট-ডুবি-চৌদ্দরশি বাজার সংযোগ সড়ক, ইন্দেরহাট-জিলবাড়ী ভায়া বিন্না বাজার সড়ক নির্মাণ কাজের ও সেহাংগল আর.এইচ.ডি- শশীদ বাজার ভায়া কুহুদাসকাঠি এবং অশত্থকাঠী সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, সেহাংগলে মাধ্যমিক বিদ্যালয় ভবন উদ্বোধন ও মিলাদুন্নবীর অনুষ্ঠানে যোগদান করেন।

এসময় তার সঙ্গে ছিলেন, ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার, নেছারাবাদ কাউখারী সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা ও নেছারাবাদ থানার ওসি মো. সরওয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির প্রমুখ।

এআরএস

Link copied!