Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ আটক

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৫, ২০২৩, ১১:৪২ এএম


জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ আটক
জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক অ্যাড. মতিউর রহমান আকন্দ। ছবি: ফাইল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে তার উত্তরার ১৪ নং সেক্টর ১৮ নং সড়কের বাসা থেকে তাকে আটক করা হয়। এর আগে তার বাসা ঘিরে অবস্থান নিয়েছিল পুলিশ সদস্যরা। এ তথ্য নিশ্চিত করেছেন জামায়াতের ঢাকা মহানগরের প্রচার বিভাগের দায়িত্বে থাকা ইমন আশরাফ।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার জানান, মতিউর রহমান আকন্দ খুবই অসুস্থ। ইউনাইটেড হসপিটালে আজ ভর্তি হওয়ার কথা ছিল।পুলিশ একটা এম্বুলেন্স করে ওনাকে নিয়ে গেছে।

তিনি আরও জানান, ওনাকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। ২৪ অক্টোবর রাতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিল। গতকাল এম আর আই করেছে। আজ হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

এআরএস

Link copied!