অক্টোবর ২৬, ২০২৩, ০৮:৫২ পিএম
আওয়ামী সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে সারাদেশে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন শাখা। মিছিল ও সমাবেশে শাখাগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করে।
নেতৃবৃন্দ ৭ দফা দাবি আদায় ও সরকারের পতন নিশ্চিত করতে ছাত্রসমাজকে রাজপথে ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।
যেসব জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় নোয়াখালী, পাবনা, বগুড়া,টাঙ্গাইল,মৌলভীবাজার, চাঁদপুর, পঞ্চগড়, ফরিদপুর,লক্ষ্মীপুর, কুষ্টিয়া,ফেনী, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা।
এছাড়াও যশোর জেলা, দিনাজপুর জেলা, সুনামগঞ্জ জেলা, ঝিনাইদহ জেলা ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
আরএস