Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

হরতাল প্রতিরোধে লাঠি হাতে আ.লীগ কর্মীদের অবস্থান

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৯, ২০২৩, ০২:৫৮ পিএম


হরতাল প্রতিরোধে লাঠি হাতে আ.লীগ কর্মীদের অবস্থান

বিএনপি জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে ঢিলেঢালা ভাবে। সড়কে পিকেটার না থাকলেও আতঙ্ক বিরাজ করছে জনমনে।

এদিকে বিএনপি জামায়াতের হরতাল প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে যাত্রাবাড়ী, কদমতলী ও শ্যামপুর থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার সকাল থেকেই ঢাকা ৫- এর এমপি কাজী মনিরুল ইসলাম মনুর নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতাকর্মীরা যাত্রাবাড়ী মোড়ে লাঠি নিয়ে অবস্থান করছেন। এছাড়া যেকোনো নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে।

এদিকে চট্টগ্রাম মহাসড়কের সাদ্দাম মার্কেট এলাকায় এবং কদমতলী থানা পুলিশ জুরাইন বিক্রমপুর প্লাজা ও শ্যামপুর থানা পুলিশ দোলাইরপাড় শক্ত অবস্থানে রয়েছে।

এআরএস

Link copied!