Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫,

সদরঘাট অবরোধ করে জামায়াতের বিক্ষোভ

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ৩১, ২০২৩, ০৮:৫৬ এএম


সদরঘাট অবরোধ করে জামায়াতের বিক্ষোভ

সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ।

আজ সকাল সাড়ে সাতটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামি ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের নেতৃত্বে এ অবরোধ কর্মসূচি পালিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নবী মানিক, কামরুল আহসান হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানসহ সকল রাজবন্দী ও আলেম উলামাদের মুক্তি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে তিনদিনের সড়ক,নৌ এবং রেলপথ  অবরোধ  কর্মসূচি পালন করছে দলটি।

এইচআর

Link copied!