Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আড়াইহাজারে রিজভীসহ ৬০ জনের ‍বিরুদ্ধে মামালা, গ্রেপ্তার ৯

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ১, ২০২৩, ০৬:৪০ পিএম


আড়াইহাজারে রিজভীসহ ৬০ জনের ‍বিরুদ্ধে মামালা, গ্রেপ্তার ৯

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মঙ্গলবারের অবরোধ কর্মসূচি পালনকালে বিএনপি-পুলিশ সংঘর্ষে তিন পুলিশ আহত হওয়ার ঘটনায় বিএনপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৬০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় আটক বিএনপির ৯ নেতাকর্মীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আড়াইহাজার থানা অফিসার ইনচার্জ (ওসি) আহসানউল্লাহ জানান, এসআই মো. মোহসীন ভূঁইয়া বাদি হয়ে বুধবার (০১ নভেম্বর) মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, জামাত-বিএনপি ঘোষিত ৭২ ঘন্টার অবরোধ চলাকালে মঙ্গলবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গিয়াসউদ্দিন আহাম্মদ ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের নির্দেশে নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা ধারাল অস্ত্র ও বোমা নিয়ে যানবাহনে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ করে।

এ সময় পুলিশ বাধা দিলে থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা, এ এস আই মতিন ও কনস্টেবল নুরুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করে হামলাকারীরা।

এআরএস

Link copied!