Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

তালাবদ্ধ বিএনপি অফিসসে ইসির সংলাপের চিঠি

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২, ২০২৩, ০৬:৪১ পিএম


তালাবদ্ধ বিএনপি অফিসসে ইসির সংলাপের চিঠি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ৪ নভেম্বর দলগুলোর সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য অন্য নিবন্ধিত দলের পাশাপাশি বিএনপিকেও আলোচনায় অংশ নিতে চিঠি দিয়েছে ইসি।

বৃহস্পতিবার বিকেল ৩টা ৪০ মিনিটে নির্বাচন কমিশনের অফিস সহকারী মো. মহসিন ইসির একটি চিঠি নিয়ে বিএনপির কার্যালয়ে আসেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ থাকায় কাউকে না পেয়ে পথচারী নাম- নাজিম, পিতা- শামসুল হক, গ্রাম- কুসুমবাগ, থানা- চরফ্যাশন, জেলা- ভোলাকে সাক্ষী রেখে কার্যালয়ের গেটের ভিতরে চেয়ারে উপর চিঠিটি রেখে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচন কমিশন অফিস থেকে অফিস সহকারী মো. মহসিন নির্বাচন কমিশনের একটি চিঠি নিয়ে বিএনপির কার্যালয়ে যান। বিএনপি অফিস তালাবদ্ধ থাকায় সেখানে কাউকে না পেয়ে নাজিম নামের এক পথচারীকে সাক্ষী রেখে কার্যালয়ের গেটের ভেতরে চেয়ারের ওপর চিঠিটি রেখে যান।

আরএস

 

Link copied!