Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পরিবেশ সৃষ্টি না করে নির্বাচনী তফসিল জনগণের সঙ্গে তামাশা: পীর সাহেব চরমোনাই

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১৫, ২০২৩, ০৮:৫২ পিএম


পরিবেশ সৃষ্টি না করে নির্বাচনী তফসিল জনগণের সঙ্গে তামাশা: পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই নির্বাচনী তফসিল ঘোষণায় এক প্রতিক্রিয়ায় বলেছেন, জন আকাঙ্খার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে নির্বাচনী তফসিল ঘোষণা জনগনের সাথে তামাশার শামিল।

পীর সাহেব চরমোনাই বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে দলীয় সরকারের বাইরে নিরপেক্ষ সরকার ছাড়া যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তা দেশের জনগণ কোনভাবেই মেনে নিবে না।

প্রতিক্রিয়ায় পীর সাহেব চরমোনাই বলেন, আজকের নির্বাচনী তফসিলে দেশের জনগনের ভোটাধিকার নিশ্চিত হবে না।  বর্তমান নির্বাচন কমিশন আরো একটি প্রহসনের নির্বাচনের পথে হাটার যে ঘোষণা দিয়েছে তা জনগন সফল হতে দিবে না।

পীর সাহেব চরমোনাই প্রহসনের নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল ১৬ নভেম্বর, বৃহস্পতিবার, দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহবান জানান।

এআরএস

Link copied!