Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

তেজগাঁও শিল্পাঞ্চলে সড়কে আগুণ জ্বালিয়ে বিক্ষোভ

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১৬, ২০২৩, ০৪:৫৫ পিএম


তেজগাঁও শিল্পাঞ্চলে সড়কে আগুণ জ্বালিয়ে বিক্ষোভ

নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদ এবং সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে পঞ্চম ধাপের সর্বাত্মক অবরোধের ২য় দিনে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল এবং আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে বিএনপি নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান আসাদ, মো. মুতাছিম বিল্লাহ, মো. ঝলক মিয়া, সুরুজ মন্ডল, জোবায়ের আল মাহমুদ রিজভী, মো. মহিউদ্দীন, মেহেরাব মাহবুব মাহি, আলী হাওলাদার, জহির রায়হান আহমেদ প্রমুখ।

এআরএস

Link copied!