Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

হরতাল সমর্থনে শাহজাহানপুরে যুবদলের বিক্ষোভ

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১৮, ২০২৩, ০৮:২৬ পিএম


হরতাল সমর্থনে শাহজাহানপুরে যুবদলের বিক্ষোভ

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা।

আজ শনিবার রাতে রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুলের সেন্ট্রাল পয়েন্ট মোড় থেকে শুরু করে ইসলামি ব্যাংক হাসপাতাল সেন্ট্রাল গর্ভমেন্ট স্কুল মাহবুব আলী ইনস্টিটিউটের সামনে দিয়ে শাজাহানপুর আমতলা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্ধকার এনামুল হক এনাম। আরও উপস্থিত ছিলেন পল্টন ও মতিঝিল থানা যুবদল নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাজার-হাজার নেতাকর্মীদের মুক্তিসহ চলমান আন্দোলনের একদফা দাবি আদায়ের লক্ষ্যে এবং নির্বাচন কমিশন ঘোষিত নিরবাচনের তফসিলের প্রতিবাদে আগামীকাল রোববার (১৯ নভেম্বর) ভোর ৬ টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬ টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এআরএস

Link copied!