Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

হরতালের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের মিছিল

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১৯, ২০২৩, ১১:২৪ এএম


হরতালের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের মিছিল

বিএনপি’র ডাকা টানা দুই দিনব্যাপি হরতালের প্রথম দিনে ঝিগাতলা মোড় থেকে সাইন্সল্যাব পর্যন্ত হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (১৯ নভেম্বর) মিছিলে প্রধান সমন্বয়ক হিসাবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাফি ইসলাম। প্রধান অতিথি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শামিম আহমেদ। বিশেষ অতিথি কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মিঠুন কুমার।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, শাহিনুর ইসলাম শাহিন এবং সুর্যসেন হল সভাপতি শামিম শুভ, মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ চৌধুরী, জিয়া হলের সাংগঠনিক সম্পাদক ইমন, মহসিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন, এস এম হলের সাব্বির আহমেদ লিংকন, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের যুগ্ম সম্পাদক রাকিব, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মাহফুজ, ঢাকা কলেজ ছাত্রদলের সিয়াম, ইমন, ইস্টার্ণ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাগর শিকদারসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এআরএস

Link copied!