Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বঙ্গভবনে যাচ্ছেন রওশন এরশাদ

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১৯, ২০২৩, ১১:৩১ এএম


বঙ্গভবনে যাচ্ছেন রওশন এরশাদ

জাতীয় পা‌র্টির চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ কাদেরের পর এবার রাষ্ট্রপ‌তি মোহাম্মদ সাহাবু‌দ্দিনের সঙ্গে ‌দেখা করতে বঙ্গভবনে যাচ্ছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এম‌পি।

রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় বঙ্গভবনে যাবেন তি‌নি। এ সময় তি‌নি রাষ্ট্রপ‌তির সঙ্গে সৌজন‌্য সাক্ষাতে মি‌লিত হবেন। চা আপ‌্যায়‌নের ফাঁকে আসন্ন সংসদ নির্বাচনের বি‌ভিন্ন ইস‌্যু নিয়ে রাষ্ট্রপ‌তির সঙ্গে আলোচনা হতে পারে বলে জা‌নিয়েছে দল‌টির ঘ‌নিষ্ঠসূত্র।

আগামী নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও গ্রহণ‌যোগ‌্য হয় সে বিষয়েও রাষ্ট্রপ‌তির দৃ‌ষ্টি আকর্ষণ করবেন তি‌নি। নির্বাচনে জাতীয় পা‌র্টির অবস্থান কি হবে সে বিষয়ে রাষ্ট্রপ‌তিকে অব‌হিত করতে পারেন বলেও জানা গে‌ছে।

বিরোধীদ‌লীয় নেতা রওশন এরশাদের সঙ্গে বঙ্গভবনে যাচ্ছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি,  এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ এমপি ও  কাজী মো. মামুনুর রশিদ।

এআরএস

Link copied!