Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পল্টনে হরতালের সমর্থনে ছাত্রদলের মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নভেম্বর ২০, ২০২৩, ১২:২০ পিএম


পল্টনে হরতালের সমর্থনে ছাত্রদলের মিছিল

ক্ষমতাসীন সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে এবং গণবিরোধী নির্বাচনী তফসিল এর প্রতিবাদে দেশব্যাপী বিএনপি’র ডাকা ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে পল্টনে মিছিল এবং সংক্ষিপ্ত পিকেটিং করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ ২০ নভেম্বর সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি

বিজয়নগর পানির পাম্প (কালভার্ট রোডের সম্মুখ) থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়ে শেষ হয়। মিছিল শেষে নেতা-কর্মীরা রাস্তায় পিকেটিং করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

মিছিলে হরতালের সমর্থনে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেয়। পিকেটিং চলাকালে বিজয়নগর পানির পাম্পের দিক থেকে পুলিশ এসে নেতাকর্মীদের ধাওয়া করে।

এইচআর

Link copied!