Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে যুবলীগকর্মী আহত

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২০, ২০২৩, ১২:৩৬ পিএম


আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে যুবলীগকর্মী আহত

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে এক যুবলীগকর্মী আহত হয়েছেন।

রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‍‍`সাড়ে নয়টার দিকে সেখানে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। একটি বিস্ফোরিত হয়েছে এবং অপরটি অবিস্ফোরিত থেকে গেছে। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা করছে।’

জানা যায়, ওই বিস্ফোরণে  রিয়াদুল রশিদ (৪০) নামে পল্টন থানা ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগকর্মী আহত হন। তিনি জানান, ঘটনার সময় তিনি আওয়ামী লীগ অফিসের পাশে সোনালি ব্যাংকের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হলে তার হাতে ও পায়ে স্প্লিন্টারের আঘাত লাগে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, পল্টন এলাকায় ককটেল বিস্ফোরণে আহত ব্যক্তির হাতে ও পায়ে আঘাত আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এইচআর

 

Link copied!