নভেম্বর ২১, ২০২৩, ০১:০২ পিএম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ (পল্লবী-রূপনগর) আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেতে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন বিশিষ্ট আইনজীবী মোশারফ হোসেন কাজল।
সোমবার (২০ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে থেকে নৌকা প্রতীক বরাদ্দ পেতে দলীয় মনোনয়ন ফরম জমা দেন তিনি।
মোশারফ হোসেন কাজল বঙ্গবন্ধু হত্যা মামলা, জেলহত্যা মামলা, পিলখানা হত্যা মামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্টসহ অসংখ্য মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী।
ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। জাতির পিতার নৃশংস হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে ১৯৭৫ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত মিরপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। মিরপুর থানা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। এরপর পেশাগত জীবনে এসে দীর্ঘ বছর আওয়ামী আইনজীবী পরিষদ এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
নির্বাচনে প্রার্থীতার বিষয়ে মোশারফ হোসেন কাজল বলেন, ‘জনগণের সেবা করবো বলেই আজীবন আওয়ামী লীগের হয়ে কাজ করেছি। আদালত চত্বর থেকে সাধারণ জনগণের সেবা করার সুযোগ কম। তাই ভোটের রাজনীতিতে এসেছি।’
অপরএক প্রশ্নের জবাবে কাজল বলেন, ‘মিরপুর আমাদের আদি নিবাস। আমাদের পূর্বপুরুষের ভিটা। এখানে আমার বেড়ে উঠা। এলাকাবাসীর কাছেও আমি বিশেষভাবে পরিচিত। আমার আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে তাদের কাছে। তাই তাদেরকে নিয়েই ভোটযুদ্ধে নামতে চাই। আমি শতভাগ আশাবাদী, সবদিক বিবেচনায় বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান আমাকে মনোনয়ন দেবেন। দলীয় মনোনয়ন পেলে এ আসন থেকে নৌকা মার্কার হয়ে জয়ী হয়ে আসবো।’
তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সবাইকে নৌকার সঙ্গেই থাকতে হবে। নির্বাচনে উৎসব মুখোর পরিবেশ ও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ করায়, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানান।’
এআরএস