Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

অবরোধের দ্বিতীয় দিনেও বিক্ষোভে হামলা আটক

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২৩, ২০২৩, ০৮:২৭ পিএম


অবরোধের দ্বিতীয় দিনেও বিক্ষোভে হামলা আটক

একতরফাভাবে নির্বাচনী তফসিল ঘোষণা এবং মহাসমাবেশে হামলা,নেতাকর্মীদের মুক্তি ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবীতে বিরোধীদলের ডাকা ৬ষ্ঠ দফা অবরোধ কর্মসূচীর দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন থানায় বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে খন্ড খন্ড মিছিল করেছে।

মহানগর দক্ষিণের মতিঝিল,সবুজবাগ,শ্যামপুর,কদমতলী,ওয়ারী-গেন্ডারিয়া- সূত্রাপুর,বংশাল,কোতয়ালী,লালবাগ,চকবাজার, কোতোয়ালি, কামরাঙ্গীচর  থানাসহ সকল থানায় অবরোধের সমর্থনে মিছিল বের করেছে বলেছে খবর পাওয়া গেছে। কয়েকটি স্থানে 
আওয়ামীলীগ ও পুলিশ  হামলা চালায় বলেও বিঈনপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। এতে অন্তত ২০ জন আহত ও ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার হয়েছে বলে বিএনপির দপ্তর থেকে জানানো হয়েছে।

বিএনপির ছাড়াও  ঢাকা মহানগর দক্ষিণ যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল, শ্রমিকদল,মহিলা দল ও জাসাসও পৃথক পৃথক মিছিল করেছে ।

আরএস

Link copied!