Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২৬, ২০২৩, ১০:৫৮ এএম


রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

সরকারের পদত্যাগের একদফা এবং সংসদ নির্বাচনের তপসিল বাতিলের দাবিতে বিএনপির চলা অবরোধের প্রথম দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক সড়কে বের হওয়া মিছিলটি বনানী মাঠ হয়ে কাকলীতে এসে শেষ হয়।

ঢাকা জেলা বিএনপির আয়োজিত মিছিলে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, বিএনপির কেন্দ্রীয় সহযুববিষয়ক সহসম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ঢাকা জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিল্টু।

এসময় আরও উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সেক্রেটারি খন্দকার আবুল কালাম, ধামরাই উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সহসভাপতি মাহাবুব মিয়া, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ অল হামিদ নিরবসহ অনেকে।

এইচআর

Link copied!