Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের মিছিল

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৩০, ২০২৩, ০৯:৪৪ এএম


হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের মিছিল

হরতালের সমর্থনে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণ।

যাত্রাবাড়ীতে হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশে বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন বলেন, তত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল রাজবন্দির মুক্তি এবং জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলন সাংগ্রাম চলছে। চলমান আন্দোলনে ভীত হয়ে সরকার জনগণের উপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে। তারা আজ পুরো বাংলাদেশকে কারাগারে পরিণত করেছে। সরকার গ্রেপ্তার করে, হামলা চালিয়ে, ভয়ভীতি দেখিয়ে আন্দোলন দমনের ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। সরকারের নিষ্ঠুর নির্যাতনে মজলুম জনতার পিঠ দেয়ালে গিয়ে ঠেকেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গ্রেপ্তার করে, মামলা দিয়ে, জুলুম-নির্যাতন ও দমন-পীড়ন চালিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। আন্দোলন সংগ্রামের মাধ্যমেই জনগণ তার দাবি আদায় করেই ঘরে ফিরবে ইনশাআল্লাহ।

হরতালের সমর্থনে রাজধানীর যাত্রাবাড়ীতে মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতা-কর্মীরা। এসময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শূরার সদস্য এম এ রহিম, সাদেক বিল্লাহ, নওশের আলম ফারুক, রাসেল মাহমুদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মুগদায় মিছিল ও পিকেটিং

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হরতালের সমর্থনে আজ রাজধানীর মুগদায় মিছিল ও পিকেটিং করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মতিউর রহমান, বিশিষ্ট শ্রমিক নেতা সোহেল রানা মিঠু, বনি ইয়ামিন, এম আর জামান, এডভোকেট রিয়াজ উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ডেমরায় মহাসড়ক অবরোধ, মিছিল ও পিকেটিং
কেন্দ্র ঘোষিত কর্মসূচি দেশব্যাপী হরতালের সমর্থনে রাজধানীর ডেমরায় মহাসড়ক অবরোধ, মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার এম. ডি আলী, আবু মিধহাত, আবুল বাসার, দেলোয়ার হোসেন, আবু মোশায়েব, আবু সায়েম, জসিম উদ্দিন, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা সৌরভ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পুরান ঢাকার বাদামতলিতে মিছিল ও পিকেটিং

আজ ৩০ নভেম্বর হরতালের সমর্থনে পুরান ঢাকার বাদামতলিতে মিছিল ও পিকেটিং করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য এম আর আজাদের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন আবুল ফজল, নুর ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শাহজাহানপুরে মিছিল ও পিকেটিং

৮ম দফার হরতাল ও অবরোধের সমর্থনে রাজধানীর শাহজাহানপুরে মিছিল ও পিকেটিং করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আবু আম্মারের নেতৃত্বে মিছিল ও পিকেটিং এ আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য এসএম শামসুল বারী, মু‍‍`তাসিম বিল্লাহ, নুর উদ্দিন এবং ছাত্রনেতা মুহিবুল্লাহ হোসাইনীসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এআরএস

Link copied!