Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

স্বরাষ্ট্রমন্ত্রী

ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বিএনপি

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ৩, ২০২৩, ০৪:২৫ পিএম


ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বিএনপি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি জানে তারা নির্বাচনে আসলে কোনোদিন এদেশের মানুষ তাদের ভোট দিবে না। ২০০৮ সালে তারা ৩০ টি আসন পেয়েছে, ১৮ সালে পেয়েছে মাত্র ৬টি। এজন্য তারা নিশ্চিত পরাজয় জেনে অন্য কায়দায়, ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় আসার পথ খুঁজছে।

রোববার (৩ ডিসেম্বর) তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে ট্রাকে অগ্নিসংযোগ এর ঘটনায় মৃত্যুবরণকারী ট্রাক শ্রমিক বেলাল হোসেনের জানাজায় উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি।

এ সময় ট্রাক শ্রমিক বেলাল হত্যার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে চারজনকে আটক করেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

জানাজায় উপস্থিত হয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, আদালতের রায়ের কারণে নির্বাচনে অযোগ্য হওয়ায় এখন লন্ডনে বসে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে তারেক রহমান।

বিএনপি‍‍`র উদ্দেশ্যে নানক বলেন, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের পথ পরিহার করে গণতন্ত্রের পথে নির্বাচনে আসুন। নইলে এদেশে আপনাদের অস্তিত্ব থাকবে না।

হত্যাকাণ্ডের শিকার বেলাল হোসেনের মেয়ের জামাই মো. রাসেল বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আর যেন আমাদের মতো শ্রমিকেরা কোনো সন্ত্রাসী হামলায় মারা না যায় তার নিশ্চয়তা চাই।

জানাজার পূর্বে এসময় আরও বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজম খসরু, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

গত ২৭ নভেম্বর রাতে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সরকারি চাল পরিবহনকারী ট্রাকে পেট্রোল দিয়ে আগুন দেয় অবরোধকারীরা। সে ঘটনায় গুরুতর আহত বেলাল হোসেনকে চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে আনা হলে শনিবার বিকালে তিনি মারা যান। নিহত বেলাল হোসেন হোসেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা আদর্শ গ্রামের বাসিন্দা।

আরএস

Link copied!