Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪,

পাবনায় দলীয় প্রার্থীরা বৈধ, বাদ পড়লেন ডলি শায়েন্তনি

পাবনা প্রতিনিধি

পাবনা প্রতিনিধি

ডিসেম্বর ৩, ২০২৩, ০৪:২৯ পিএম


পাবনায় দলীয় প্রার্থীরা বৈধ, বাদ পড়লেন ডলি শায়েন্তনি

পাবনায় তিনটি আসনে দলীয় মনোনয়নপত্র প্রত্যাশীরা বৈধ হলেন। তবে যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন সঙ্গীত শিল্পী ডলি শায়েন্তনি ও আজিজ খান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ বেলা ১০টায় পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই পর্বে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আসাদুজ্জামন উক্ত প্রার্থীদের ঋণ খেলাপির দায়ে মনোনয়ন বাতিল করেন।

এদিকে জাতীয় পার্টি, তরিকত ফেডারেশনসহ অন্যান্য প্রার্থীদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা।

আগামীকাল পাবনা-৪ ও ৫ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। এদিকে পাবনা-১ আসনে ডেপুটি স্পীকার শামসুল হক টুকু, পাবনা-২ আসনে নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির ও পাবনা-৩ আসনে নৌকার প্রার্থী মো. মকবুল হোসেনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেওয়া হয়।

পাবনার এ তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক এমপি আজিজুল হক আরজু, সাবেক এমপি অধ্যাপক আবু সাইদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাষ্টার বৈধ হয়েছেন।

এআরএস

Link copied!