Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রাজধানীতে রিজভীর নেতৃত্বে পিকেটিং

সাহিদুল ইসলাম ভূঁইয়া

ডিসেম্বর ৭, ২০২৩, ১০:৫১ এএম


রাজধানীতে রিজভীর নেতৃত্বে পিকেটিং

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ডাকা দশম দফায় অবরোধের শেষ দিনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল ও পিকেটিং করেছেন নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর শাহজাহানপুরে সড়ক অবরোধ করে মিছিল ও পিকেটিং করেন তারা।

মিছিলে বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু), যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদলের সাবেক সহসভাপতি তারেকুজ্জামান তারেক, মহানগর দক্ষিণ বিএনপি’র সাবেক সদস্য নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নিলু, বিএনপি নেতা আশফাকুল ইসলাম মনু, ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা, সহসভাপতি আরিফুল ইসলাম আরিফসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত প্রমুখ।

এআরএস

Link copied!