Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ড. আব্দুল মঈন খান

৭ জানুয়ারি নির্বাচন ‘বানরের পিঠা ভাগাভাগি’

সাহিদুল ইসলাম ভূঁইয়া

ডিসেম্বর ১৪, ২০২৩, ১১:২৩ এএম


৭ জানুয়ারি নির্বাচন ‘বানরের পিঠা ভাগাভাগি’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ৭ জানুয়ারি নির্বাচনকে ‘বানরের পিঠা ভাগাভাগি’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘৭ জানুয়ারি কোনো নির্বাচন হবে না, যেটা হবে আসন ভাগাভাগি। দেশের মানুষ তা জানে।’

আজ বৃহস্পতিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে গেলেও এখন গণতন্ত্র কায়েম করতে পারিনি। যেটার জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল। তাদের লক্ষ্য ছিল গণতন্ত্র, আজ সেটাই নেই। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করে যাচ্ছি, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

তিনি আরও বলেন, ঢাকা থেকে আসন ভাগাভাগি করে শুধু ৭ জানুয়ারি ঘোষণা করা হবে। হামলা-মামলা-গ্রেপ্তার বন্ধ করে জনগণের মুখোমুখি হোন। ভয় পান কেন? যদি সুষ্ঠু ভোটের মাধ্যমে আপনারা আবার ক্ষমতায় আসেন, তবে সবার আগে আমি আপনাদেরকে অভিনন্দন জানাবো।

এআরএস

Link copied!