ডিসেম্বর ১৫, ২০২৩, ১২:২৯ এএম
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা-৯ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাবের হোসেন চৌধুরীকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
বৃহস্পতিবার এই আসনের অনুসন্ধান কমিটির কর্মকর্তা ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ ২য় আদালতের কর্মকর্তা মো. তসরুজ্জামানের সই করা এ সংক্রান্ত নোটিশ জারি করেন।
নোটিশে সাবের হোসেন চৌধুরীকে ১৯ ডিসেম্বর বিকেল ৩টার মধ্যে নিজে বা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।