Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আওয়ামী লীগ নিজেরা মারামারি করে খান খান হবে: মাহবুব উদ্দিন খোকন

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১৫, ২০২৩, ০৬:০৪ পিএম


আওয়ামী লীগ নিজেরা মারামারি করে খান খান হবে: মাহবুব উদ্দিন খোকন

নির্বাচনে আওয়ামী লীগ নিজেরা মারামারি করে খান খান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক আলোচনায় সভায় তিনি এ মন্তব্য করেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, সরকার ২৮ অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে একতরফা নির্বাচন করতে চাইছে। রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করতে সরকার একতরফা নির্বাচন করতে চায়। বিগত দিনেও আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ চালায়নি।

তিনি বলেন, একতরফা নির্বাচন হবে না। হলেও সরকার ক্ষমতায় থাকতে পারবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই আন্দোলন শুধু বিএনপির নয়, এই আন্দোলন জনগণের।

এইচআর

Link copied!