Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ড. মোহাম্মদ শাহজাহান

নির্বাচনে ৮০ আসনে জয়ী হবে বিএনএম

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ডিসেম্বর ১৫, ২০২৩, ০৬:৩৭ পিএম


নির্বাচনে ৮০ আসনে জয়ী হবে বিএনএম

অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে সারাদেশে বিএনএম ৮০ আসনে জয়ী হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ( বিএনএম)’র মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। ড. মোহাম্মদ শাহজাহান চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনএম মনোনীত প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি আরও বলেন, সমৃদ্ধশালী দেশ গড়তে হলে দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন করতে হবে। আমি সারা জীবন সততা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতির পাশাপাশি মানবাধিকারসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রেখেছি।

ড. শাহজাহান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে দুর্ণীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় এগিয়ে যাওয়া বিএনএম সারাদেশে বিএনএম ৮০ আসনে জয়ী হবে।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনা মতবিনিয় সভায় প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. জহিরুল হক টিপু, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, প্রকৌশলী মির্জা সালাউদ্দিন, ডাক্তার রাফি মোস্তাকিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এআরএস
 

Link copied!