Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নিষেধাজ্ঞা ভেঙে রাজপথে হাবিব উন নবী সোহেল

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১৯, ২০২৩, ০৯:৪৯ এএম


নিষেধাজ্ঞা ভেঙে রাজপথে হাবিব উন নবী সোহেল

রাজপথে প্রকাশ্যে কর্মসূচিতে আসলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। গত ২৮শে অক্টোবর বিএনপির মহাসমাবেশ পন্ড হওয়ার পর দলটির অনেক সিনিয়র নেতা আত্মগোপনে চলে যান। হরতাল অবরোধের প্রকাশ্যে কর্মসূচিতে দেখা যায়নি।

দীর্ঘদিন পর আজ মঙ্গলবার রাজধানীতে সরকারের নিষেধাজ্ঞা ভেঙে কর্মসূচি দেখা গেছে বিএনপির এই নেতাকে।

জানা যায়, শেখ হাসিনার পতনে একদফা  দাবিতে আজ  হরতালের  সর্মথনে  রাজধানীর  শান্তিনগর  মোড় থেকে কাকরাইল  হয়ে নাইটিংগেল  মোড় পর্যন্ত   হাবিব উন নবী খান সোহেল এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়।

এসম়য় মিছিলের অগ্রভাগে ছিলেন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ এর  সাবেক  সাধারণ সম্পাদক নজরুল ইসলাম  ও রাশেদ সরকার প্রমুখ

এআরএস

 

Link copied!