তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
ডিসেম্বর ১৯, ২০২৩, ১২:৩৯ পিএম
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
ডিসেম্বর ১৯, ২০২৩, ১২:৩৯ পিএম
ওয়ার্কার্স পার্টির দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাতক্ষীরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক, ফাহিমুল হক কিসলু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, কেন্দ্রীয়-১৪ দলীয় জোট শরিক দলের সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এ জোটবদ্ধভাবে অংশগ্রহণের জন্য ওয়ার্কার্স পার্টির তিনজন যথাক্রমে রাশেদ খান মেনন, ফজলে হোসেন বাদশা ও মুস্তফা লুৎফুল্লাহকে মনোনয়ন প্রদান করেন।
যা ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া ঘোষণা দেন। পরবর্তীতে নীতিবহির্ভূত ভাবে আ. লীগ ওয়ার্কস পার্টির সাথে কোন আলোচনা ছাড়াই মুস্তফা লুৎফুল্লাহকে শেষ মুহূর্তে জোট গত মনোনয়ন প্রদান থেকে বিরত রাখে। যে কারণে মুস্তফা লুৎফুল্লাহ সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সিদ্ধান্ত অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত গ্রহণ করে।
এ বিষয়ে মুস্তফা লুৎফুল্লা বলেন, দলীয় সিদ্ধান্তের কারণে আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে এসেছি।
এআরএস