Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঢাকা-১৮ আসন: মাজার জিয়ারত করে প্রচারে নামলেন শেরীফা কাদের

দক্ষিণখান  (উত্তরা) প্রতিনিধি

দক্ষিণখান (উত্তরা) প্রতিনিধি

ডিসেম্বর ১৯, ২০২৩, ০৩:৩৮ পিএম


ঢাকা-১৮ আসন: মাজার জিয়ারত করে প্রচারে নামলেন শেরীফা কাদের

উত্তরখান শাহ্ কবির মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন, ঢাকা-১৮ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শেরীফা কাদের।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মাজার প্রাঙ্গণে উপস্থিত হন। এসময় জাতীয় পার্টির উত্তরখান থানার সিনিয়র সহ সভাপতি বিএম আলমগীর নেতৃত্বে  শোডাউন করেন।

এ সময় শেরীফা কাদের বলেন, জনগণ এবার দল মতের ঊর্ধ্বে উঠে সবাই আমাকে ভোট দিবে আমি বিশ্বাস করি। আমি যদি নির্বাচিত হয় সকলকে সঙ্গে নিয়ে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন। দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মাজার জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনি যাত্রা শুরু করলেন শেরিফা কাদের।

এআরএস

Link copied!