Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

অসহযোগ আন্দোলনে বিএনপির ৪ দিনের কর্মসূচি

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২০, ২০২৩, ০৩:৫৪ পিএম


অসহযোগ আন্দোলনে বিএনপির ৪ দিনের কর্মসূচি
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: আমার সংবাদ

নির্বাচন বর্জন করে অসহযোগ আন্দোলনের প্রথম যাত্রায় ৪ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, এক দফার দাবিতে অসহযোগ আন্দোলনে আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি পালিত হবে। আগামী ২৪ তারিখ অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সারাদেশে অবরোধ কর্মসূচি পালন হবে।

আজ বুধবার বিকেলে অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা দেন। রিজভী বলেন, আগামী সাত তারিখ নৌকা ও ডামি প্রার্থীর মধ্যে সরকারের নির্দেশেই প্রশাসনের পক্ষ থেকে শুধু নাম ঘোষণা করা হবে। এখন সেই নামের তালিকাটা করা হচ্ছে। বাংলাদেশে দুঃশাসনের নমুনা দেখা যাচ্ছে। জনগণ সেটি প্রতিরোধ করবে।

এআরএস

Link copied!