Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় ছিন্নমূল হকার্স লীগ

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২০, ২০২৩, ০৪:০৮ পিএম


ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় ছিন্নমূল হকার্স লীগ

প্রথমবারের মতো ঢাকা-১০ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ঢাকাই সিনেমার অভিনেতা ফেরদৌস আহমেদ। ইতোমধ্যেই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময়ও পার করছেন তিনি। এদিকে তার নির্বাচনী প্রচারনায়  অভিনয়শিল্পীদের পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন অংগসংগঠনও অংশ নিচ্ছে। এরমধ্যে কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ ছিন্নমূল হকার্স লীগ নিউ মার্কেট থানা শাখাও ফেরদৌস আহমেদের নির্বাচনী প্রচারনায় অংশ নিচ্ছে। আজ বৃ্হস্পতিবার থেকে প্রচারণা শুরু করার কথা রয়েছে সংগঠনটির।

 


এরআগে মংগলবার রাজধানীর এলিফ্যান্ট রোডে স্টার কাবাব রেস্টুরেন্টে এ নিয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে মতবিনিময় ও প্রস্তুতি সভা করে সংগঠনটি। 

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছিন্নমূল হকার্স লীগের কেন্দ্রীয় সভাপতি হারুনর রশিদ, সাধারণ সম্পাদক বাবু খোকন মজুমদার, সাংগঠনিক সম্পাদক রাহুল রহমান কামাল ও কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য আনোয়ার হোসেন। এছাড়াও নিউমার্কেট থানা শাখা কমিটির সভাপতি সৈয়দুর রহমান, সাধারণ সম্পাদক মনির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরাও সভায় উপস্থিত ছিলেন।

এআরএস

Link copied!