Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

গাড়ি থেকে হাত বাড়িয়ে অসহযোগ আন্দোলনের লিফলেট নিচ্ছে সাধারণ মানুষ

জালাল আহমদ, ঢাবি প্রতিনিধি

জালাল আহমদ, ঢাবি প্রতিনিধি

ডিসেম্বর ২৩, ২০২৩, ১২:৪৯ পিএম


গাড়ি থেকে হাত বাড়িয়ে অসহযোগ আন্দোলনের লিফলেট নিচ্ছে সাধারণ মানুষ
ছবি: আমার সংবাদ

গাড়ি থেকে স্বতঃস্ফূর্তভাবে হাত বাড়িয়ে বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে বিএনপির নেতৃত্বাধীন জোটের ডাকা অসহযোগ আন্দোলনের লিফলেট নিচ্ছে সাধারণ মানুষ। কেউ আবার গাড়ির জানালা দিয়ে হাত নাড়িয়ে সমর্থন জানাচ্ছে।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে এমন দৃশ্য দেখা গেছে  জাতীয় প্রেস ক্লাবে সামনে।

আজ সকাল সাড়ে এগারোটায় বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের সমর্থনে লিফলেট বিতরণ করেন। এমন সময় কয়েকটি গাড়ি জাতীয় প্রেসক্লাবের সামনে থমকে দাঁড়ালে গাড়ি থেকে সাধারণ মানুষ বিএনপির নেতাদের কাছ থেকে লিফলেট নেওয়ার জন্য গাড়ির জানালা দিয়ে বাইরে স্বতঃস্ফূর্তভাবে হাত বাড়িয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবেদ রাজা, বিএনপিরসহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও বিএনপি নেতা মনিরুজ্জামান প্রমুখ।

এআরএস

Link copied!