Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জিএম কাদের

হয়রানি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে

রংপুর

রংপুর

ডিসেম্বর ২৫, ২০২৩, ০৯:১৫ পিএম


হয়রানি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ তাদের একাধিক প্রার্থী দাঁড় করিয়েছে। বিভিন্ন প্রতীকে আওয়ামী লীগের লোকজনই প্রার্থী হয়েছেন। এখন তারা জাতীয় পার্টিকে হয়রানি করছে। জাতীয় পার্টি ভয় করেনা। তারা হয়রানি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে রংপুরের মিঠাপুকুর বাসষ্টন্ডে এক পথসভায় তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, দেশের মানুষ আজ শান্তিতে নেই। জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে মানুষ শান্তিতে ছিল। আবার শান্তি ফিরিয়ে আনার জন্য পরিবর্তন দরকার আর পরিবর্তনের জন্য জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে হবে।

নেতা-কর্মীদের উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, আপনারা ভয় করবেন না। নির্বিঘ্নে লাঙ্গলে ভোট দেবেন। জাতীয় পার্টি আপনাদের ভোটে ক্ষমতায় আসবে।

মিঠাপুরের পথসভায় রংপুর-৫ আসনে জাপার প্রার্থী আনিছুর রহমান আনিছকে পরিচয় করিয়ে দেন জাপা চেয়ারম্যান। তার জন্য সবার কাছে ভোট চান।

পথসভায় বক্তব্য রাখেন রংপুর সিটি করর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, স্থানীয় জাপা নেতা আবদুল হালিম। পথসভা শেষে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন।

আরএস

Link copied!