Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ভোট বর্জনের আহবান জানিয়ে রাজধানীতে ছাত্রদলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৭, ২০২৩, ০৪:৫৮ পিএম


ভোট বর্জনের আহবান জানিয়ে রাজধানীতে ছাত্রদলের লিফলেট বিতরণ

ডামি নির্বাচন বর্জন ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের পক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর তত্ত্বাবধানে রাজধানীর শ্যামলী ও রামপুরাসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

শ্যামলীতে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাজ্জাতুল হানিফ সাজ্জাদ, কে এম সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান, শাখাওয়াত হোসেন সুহান, মিলন হাওলাদার, আবুল কালাম আজাদ সুমন, সহ সাধারণ সম্পাদক মীর ইমরান হোসেন মিথুন, আনিছুর রহমান রাসেদ, আবদুল্লাহ আল মামুন, সাকিব হোসেন সম্রাট, সহ সাংগঠনিক সম্পাদক অলিউদ্দিন অলি, রবিউল ইমরান নওশেদ, সজিব হাওলাদার, আন্তর্জাতিক সম্পাদক রিয়াজ আনোয়ার হোসেন, সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, মানবাধিকার সম্পাদক নাকিবুল ইসলাম চৌধুরী, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মৃণাল চন্দ্র সুজন প্রমুখ।

রামপুরায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মাহমুদ আলম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলী রাহুল, ফয়সাল আহম্মেদ সোহেল, মাকসুদুর রহমান সুমিত, প্রচার সম্পাদক (যুগ্ম সাধারন সম্পাদক পদমর্যাদা) ওমর সানী, সহ সাধারণ সম্পাদক এস কে ফয়সাল, আরিফুর রহমান আমিন, শহিদুল ইসলাম নয়ন, সহ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন ইমন প্রমুখ।

এআরএস

Link copied!