Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ছোট বোনকে নিয়ে বরিশালে জনসভায় প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের উচ্ছ্বাস

আরিফ হোসেন, ব‌রিশাল ব্যুরো

আরিফ হোসেন, ব‌রিশাল ব্যুরো

ডিসেম্বর ২৯, ২০২৩, ০৩:৫২ পিএম


ছোট বোনকে নিয়ে বরিশালে জনসভায় প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের উচ্ছ্বাস
ছবি: আমার সংবাদ

ছোট বোনকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী ‌শেখ হা‌সিনা ব‌রিশাল বঙ্গবন্ধু উদ‌্যানের জনসভায় যোগ দিয়েছেন। তি‌নি আজ শুক্রবার বিকেল ৩টায় সভামঞ্চে উপ‌স্থিত হয়ে জনতার উদ্দেশ্যে হাত তুলে অ‌ভিভাদন জানান। এসময় হাজার হাজার নেতাকর্মী উচ্ছাসে ফেটে পড়েন।

শেখ হা‌সিনা মঞ্চের এক মাথা থেকে অন‌্য মাথায় নৌকার পতাকা না‌ড়িয়ে হে‌ঁটে যান। এসময় তার সঙ্গে বোন শেখ রেহানা, আবুলহাসানাত আব্দুল্লাহ, আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সের‌নিয়াবাত উপ‌স্থিত ছিলেন।

বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সভাপতিত্বে সভায় আরও উপ‌স্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, উপদেষ্টা মন্ডলের সদস্য আমির হোসেন আমু এমপি, আবদুল হাফিজ মল্লিক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী স ম রেজাউল করিম এম‌পি, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক আ-ফ ম বাহাউদ্দিন নাসিম, আওয়ামী-যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, জাতীয় পাটির (মঞ্জু) সভাপ‌তি আনোয়ার হোসেন মঞ্জু, সি‌টি মেয়র আবুল খা‌য়ের আব্দুল্লাহ খোকন সের‌নিয়াবাত, শাজাহান ওমর বীর উত্তম, আ.লীগের দপ্তর সস্পাদক বিপ্লব বড়ুয়া, আন্তর্জা‌তিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, ব‌রিশাল মহনগর আ.লীগের সভাপ‌তি এ কে এম জাহা‌ঙ্গির, সাধারস সম্পাদক সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ প্রমুখ।

এআরএস

Link copied!