Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভাগবাটোয়ার নির্বাচনে না যাওয়াই বিএনপির বিজয়: টুকু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২, ২০২৪, ০৮:৩৬ পিএম


ভাগবাটোয়ার নির্বাচনে না যাওয়াই বিএনপির বিজয়: টুকু

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশে এখন ভাগবাটোয়ার নির্বাচন চলছে। এই নির্বাচনে অংশগ্রহণ না করাই বিএনপির বড় বিজয় হয়ে গেছে। খুব শীঘ্রই জনগণের আন্দোলনে এই সরকারের পতন হবে।  

ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় রাত পৌনে আটটার দিকে তিনি এ কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির জনসম্পৃক্ত কার্যক্রমকে দেশের মানুষ সাড়া দিচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপিকে সঠিক নেতৃত্ব দিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবালের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি রয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমানসহ প্রায় শতাধিক নেতা উপস্থিত ছিলেন।

আরএস

Link copied!