Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জানুয়ারি ৩, ২০২৪, ১২:৪৪ পিএম


ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ
ছবি: আমার সংবাদ

৭ জানুয়ারির প্রহসনের নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (০৩ জানুয়ারি) দুপুরে বকশিবাজার মোড় থেকে ঢাকা মেডিকেল-২ গেইট হয়ে ঢাকা মেডিকেলের ইমারজেন্সি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, ১ নং সহ-সভাপতি মোঃ হাসান, যুগ্ম-সম্পাদক গণেশ চন্দ্র রায় সাহস, মাছুম বিল্লাহ (এফএইচ), রাজু আহমেদ, সোহেল রানা, মাহাবুবুল আলম শাহিন, অমর একুশে হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পী, বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফ খান,  সহ-সভাপতি আকিব জাভেদ রাফি প্রমুখ।

Link copied!