Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪,

রুহুল কবির রিজভী

একতরফা নির্বাচনেও আগের দিন ব্যালট বাক্স ভরে রেখেছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৪, ১১:৪৪ এএম


একতরফা নির্বাচনেও আগের দিন ব্যালট বাক্স ভরে রেখেছে
ছবি: সংগ্রহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজকে সেই একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই। এ নির্বাচনে জনগণ যায়নি। এই একতরফা নির্বাচনেও গতকাল তারা ব্যালট বাক্স ভরে রেখেছে।

রোববার ভোটের দিন সকালে হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে তিনি এ কথা বলেন। ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ডাকা হরতাল সফলে এ মিছিল বের করেন তিনি। এ সময় স্থানীয় নেতা-কর্মীরা রিজভীর সঙ্গে মিছিল করেন।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, তারা আতঙ্কে গভীর রাতে সিল মেরে রেখেছে। আজ সকালেও বিভিন্ন জায়গা থেকে জাল ভোটের উৎসবের খবর পাওয়া যাচ্ছে। কেন্দ্রে কেন্দ্রে আওয়ামী সন্ত্রাসীরা ঢুকে দেদারছে জাল ভোট মারছে। কারণ তারা অবৈধভাবে ক্ষমতায় আছে, তারা জানে জনগণ ভোট দিতে যাবে না।

রিজভী আরও বলেন, আমাদের আন্দোলন চলছে, চলবে। দেশবাসীকে তিনি হরতাল সফল করার আহ্বান জানান।

এআরএস

Link copied!