Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ওবায়দুল কাদের

নতুন সরকারের চ্যালেঞ্জ দ্রবমূল্য নিয়ন্ত্রণ ও তরুণদের বেকারত্ব দূর করা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১১, ২০২৪, ০৬:৫৭ পিএম


নতুন সরকারের চ্যালেঞ্জ দ্রবমূল্য নিয়ন্ত্রণ ও তরুণদের বেকারত্ব দূর করা

নতুন সরকারের চ্যালেঞ্জ দ্রবমূল্য নিয়ন্ত্রণ ও তরুণদের বেকারত্ব দূর করা  হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তরুণদের বেকারত্ব দূর করা আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জ। প্রতিবছর ২০ লাখ তরুণকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আগামী ৫ বছরে এক কোটি তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করা খুব জরুরি বলে আমি মনে করি।

নতুন সরকারের শপথ নিতে বঙ্গভবনে এসেছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো গাড়িতে করে তারা শপথ নিতে আসেন। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শপথ অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বিকেল সাড়ে ৫টায় বঙ্গভবনে প্রবেশ করেন।

একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন শেখ হাসিনা। শপথ নেয়ার মাধ্যমে টানা চতুর্থ ও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন তিনি।

আরএস

Link copied!