Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

যে তিন খাতে চ্যালেঞ্জ দেখছেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১২, ২০২৪, ০৩:৩২ পিএম


যে তিন খাতে চ্যালেঞ্জ দেখছেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই সরকারের সামনে তিনটি চ্যালেঞ্জ রয়েছে। তা হচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক। এই তিনটি খাতে বিশ্ব সংকটের যে বাস্তবতা তার প্রতিক্রিয়া থেকে বাংলাদেশকে রক্ষা করা অত সহজ কাজ নয় বলে দাবি করেন তিনি।

শুক্রবার (১২ জানুয়ারি) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদনের আগে তিনি গণমাধ্যমকে এ চ্যালেঞ্জের কথা বলেন।

তবে এসব সংকট অতিক্রম করে শান্তিপূর্ণ, সুষ্ঠু নির্বাচন হয়েছে মন্তব্য করেন তিনি বলেন, এটা শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের জন্য সম্ভব হয়েছে।

আমাদের চলার পথে কখনোই পুষ্প বিছানো ছিল না দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, জন্ম থেকেই কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করতে হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা পেয়েছি।

এখন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তির কঠিন লড়াই অতিক্রম করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করব। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই সরকারের মূল টার্গেট বলে জানান তিনি।

এইচআর

Link copied!