Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শান্তি ও গণতন্ত্র সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে আ.লীগের চিঠি

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৩, ২০২৪, ০৮:১১ পিএম


শান্তি ও গণতন্ত্র সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে আ.লীগের চিঠি

আগামী শনিবার (২৭ জানুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউতে শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এই সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দপ্তরে চিঠি দিয়েছে দলটি। আজ মঙ্গলবার ডিএমপি কমিশনারকে চিঠি দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন। 


চিঠিতে বলা হয়, আগামী শনিবার (২৭ জানুয়ারি) বিকাল তিনটায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ সংলগ্ন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও গণতন্ত্র সমাবেশ অনুষ্টিত হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয় চিঠিতে। 
 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তব্য রাখবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 
 

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

Link copied!