Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫,

উপজেলা নির্বাচনে প্রার্থীদের সমর্থনের বিষয়ে যে সিদ্ধান্ত জানাল ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০১:২৫ পিএম


উপজেলা নির্বাচনে প্রার্থীদের সমর্থনের বিষয়ে যে সিদ্ধান্ত জানাল ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, উপজেলা নির্বাচনে প্রার্থীদের দলীয়ভাবে সমর্থন করা হবে কিনা, এ ব্যাপারে আগামী ১০ ফেব্রুয়ারি আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা হবে। সভায় সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানান ওবায়দুল কাদের নিজেই।

জানা গেছে, ওইদিন সকাল সাড়ে ১০টায় গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

এর আগে, ২ ফেব্রুয়ারি ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেছিলেন, আমাদের দল থেকে আমরা কোনোপ্রকার সমর্থন দেব না। জনগণ যাকেই পছন্দ তাকেই নির্বাচিত করবে, যাকে খুশি তাকে নির্বাচিত করবে।

ইএইচ

Link copied!